Wednesday 10 May 2023

মাধ্যমিকের রেজাল্টে বিরাট বদল! কী সেই পরিবর্তন? পড়ুয়া-অভিভাবকরা জানুন দ্রুত

আর দিন কয়েক পরেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষার ৭৫ দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। আগামী ১৯ মে সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবার ফল প্রকাশ প্রক্রিয়ায় বড়সড় বদল আনা হচ্ছে। কী সেই বদল?
আগামী ১৯ মে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। তবে অন্যান্য বারের চেয়ে এবার ফল প্রকাশ প্রক্রিয়ায় খানিকটা বদল আনা হচ্ছে। প্রতিবার ফল প্রকাশের দিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করতে দেখা যেত পর্ষদকে। তারপর বেলা ১০টা থেকে ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখতে পেতেন পড়ুয়ারা। এবার ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখার সময়ে বদল আনা হচ্ছে। অর্থাত্‍, এক্ষেত্রে আরও একটু বাড়তি সময় অপেক্ষা করতে হবে ছাত্রছাত্রীদের।

জানা গিয়েছে, এতদিন সকাল ১০টা থেকে ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখতে পেতেন পড়ুয়ারা। এবার বেলা ১০টার বদলে বেলা ১২টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল। অর্থাত্‍ ওয়েবসাইটে ফল দেখার জন্য পড়ুয়াদের আরও খানিকটা সময় অপেক্ষা করে থাকতে হবে।

গত বছরের চেয়ে আরও কম সময়ে এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। এবছর মাধ্যমিক পরীক্ষার ৭৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফল। গত বছর পরীক্ষার ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছিল।

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...