Sunday 10 March 2024

জাস্টিস গাঙ্গুলি' বনাম 'তরুণ তুর্কি', তমলুক লোকসভায় মেগা ফাইটে দেবাংশু

ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। দলে একাধিক নবীন মুখ জায়গা দেওয়া দেওয়া হয়েছে। তাঁর মধ্যে অন্যতম হলেন আইতি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। শোনা যাচ্ছে, বিজেপিতে নাম লেখানো অভিজিত্‍কে প্রার্থী করা হতে পারে পূর্ব মেদিনীপুরের তমলুকে
প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে দলের নবীন মুখ লড়াই করবে বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূল তমলুকে প্রার্থী করেছে দেবাংশুকে। হাইভোলেটেজ লড়াই হতে চলেছে তমলুকে।

এজলাস ছেড়ে সদ্য রাজনীতিতে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, বিজেপিতে নাম লেখানো অভিজিত্‍কে প্রার্থী করা হতে পারে পূর্ব মেদিনীপুরের তমলুকে। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে দলের নবীন মুখ লড়াই করবে বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো হল-ও তাই।শুভেন্দু গড় হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। যিনি যুব মুখ হিসেবে প্রচিত গোটা রাজ্যে। রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে এবার মেগা ফাইট হতে চলেছে তমলুকে।

বিচারপতি হিসেবে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন নির্দেশের কড়া সমালোচক ছিলেন দেবাংশু। কখনও নাম করে কখনও আবার নাম না করে বিঁধেছেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে। সেই প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের মঞ্চে নামলেন দেবাংশুভট্টাচার্য। এই লড়াই যথেষ্ট উত্তেজনাকর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তমলুক লোকসভা আসনটি বিজেপির শক্ত ঘাঁটি বলেই মনে করা হয়। বিশেষ করে এই লোকসভা আসনের মধ্যেই পড়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। সেই তমলুকে বিজেপিকে হারাতে নবীন মুখে ভরসা রাখাল তৃণমূল। তমলুককে বিজেপি গড় হিসেবে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ দেবাংশু।

তৃণমূলের রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আইটি ও সোশ্যাল মিডিয়া সেলকে ঢেলে সাজিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে তৃণমূল আইটি
পাল্লা দিয়ে চলেছে বিজেপির আইটি সেলের সঙ্গে। দেবাংশুর নেতৃত্বাধীন তৃণমূলের আইটি সেল বুঝিয়ে দিচ্ছে, শুধু রাজনীতির ময়দানেই লড়াই নয়, বিরোধীদের সঙ্গে জোর টক্কর চলবে সোশাল মিডিয়াতেও। সেই আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবার লোকসভার মতো হাইভোল্টেজ নির্বাচনে তৃণমূলের মুখ।

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...