Monday 1 April 2024

ভোট করানোর জন্য পার্টি ফান্ডে যথেষ্ট টাকা নেই। সেকথা জানতে পেরে নিজের টাকা....

পূর্ব মেদিনীপুর: ভোট করানোর জন্য পার্টি ফান্ডে যথেষ্ট টাকা নেই। সেকথা জানতে পেরে নিজের পেনশন তুলে ২০ হাজার টাকা প্রার্থীর হাতে দিলেন এক অশীতিপর অবসরপ্রাপ্ত শিক্ষক।

সোমবার প্রচারে বেরিয়েছিলেন তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
সেখানেই তাঁর হাতে এই টাকা তুলে দিলেন বৃদ্ধ চণ্ডীচরণ প্রামাণিক। 

সোশ্যাল মিডিয়ায় ফোন পে, গুগল পে নম্বর দিয়ে সিপিএম নির্বাচনী প্রচারের ফান্ড তুলছে। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুরে। সেকথা স্বীকারও করে নেন সিপিএম জেলা কমিটির সদস্য নিরঞ্জন সিহি। তাঁর দাবি ছিল, পঞ্চায়েত ভোট, ইনসাফ যাত্রা, ইনসাফ বিগ্রেডের জন্য টাকা খরচ হয়ে গেছে। তাই এখন মানুষের কাছ থেকে চাঁদা তুলে ভোট করানো ছাড়া উপায় নেই। তাই এই পদ্ধতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। অনেক সমর্থক তাতে সাড়াও দিয়েছেন। বিশেষ করে শিক্ষক সমাজ।
সোমবার সেই দৃশ্যই দেখা গেল বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রচারে। এমন যে ঘটবে, তা সায়ন কল্পনাই করতে পারেননি। সকালে নন্দকুমার বাজারে প্রচার গেছিলেন। সেকথা জানতে পেরে শারীরিক অসুস্থতা উপেক্ষা করে রোদে তেতে পুড়ে ওখানে পৌঁছে যান অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডীচরণ প্রামাণিক। এরপর সকলের সামনে বাম প্রার্থীর হাতে কুড়ি হাজার টাকা তুলে দেন। 

নিজেকে বামকর্মী হিসাবে পরিচয় দিয়ে চণ্ডীচরণবাবু বলেন, 'টিভিতে দেখেছি ইলেক্টরাল বন্ড থেকে বিজেপি, তৃণমূল সবচেয়ে বেশি টাকা তুলেছে। বামেরা এক টাকাও নেয়নি। বরং ইলেক্টরাল বন্ডের বিরুদ্ধে মামলা করে সত্যিটা সামনে এনেছে। তাই পেনশন থেকেই দলকে কুড়ি হাজার টাকা দিলাম।'
স্কুল শিক্ষকের এমন দানে অভিভূত সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, বামপন্থীরা ইলেক্টরাল বন্ড থেকে টাকা নেয়নি। তাঁরা মামলা করায় মানুষের কাছে আসল ছবি ফুটে উঠেছে। দলের আর্থিক সংকটের খবর পেয়ে এগিয়ে এসেছেন অনেকেই। তাঁদের অর্থেই দল ভোটে লড়ে জিতে দেখাবে। 

সায়ন শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, উনি হাইকোর্টের একজন আইনজীবীও। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়ে বার বার প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি এবার বামের হয়ে তমলুকের প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিজেপি এবার প্রার্থীর করেছে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে। দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়েছেন তৃণমূলের।



তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...