Wednesday 12 June 2024

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন।
এরপরে বারেবারে হুমকি পাওয়ার সত্ত্বেও ২০২৪ লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তৃণমূলকে ( Tamluk Loksabha Election 2024 )।
এই প্রখর গরমেও পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে তাদের। এলাকার বিজেপি নেতারা নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলকে যারা ভোট দেয় তাদের পানীয় জল সরবরাহের কোন দায় নেই আমাদের। 
এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারীর অনুগামী  (Suvendu Adhikari Supporter) বলে পরিচিত বিজেপি নেতাদের এই হুমকির প্রতিবাদ জানাতে এবং পানীয় জলের দাবিতে প্রায় ৪২ ডিগ্রী গরমে খালি কলসি ঘড়া নিয়ে রাস্তায় ধরনা অবস্থানে বসলেন নন্দীগ্রামের মহিলারা ( #Nandigram Women Suffering )।

শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পানীয় জল থেকে বঞ্চিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবুখাঁন বাড়ির বাসিন্দারা।এখানকার বাসিন্দাদের অভিযোগ তিন থেকে চার মাস সারমাসেবল খারাপ হয়ে পড়ে আছে । অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে বারবার মাস-পিটিশন দেওয়া সত্বেও কোনভাবে বেহাল সাব
মারসেবলটি সারানোর কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা।

বাসিন্দাদের অভিযোগ তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সারিয়ে দেওয়া হচ্ছে না। Nandigram Water Crisis

তাঁরা আরো অভিযোগ করে বলেন পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে অভিযোগ জানানোর পরেও কোনভাবে সারানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই বঞ্চনার প্রতিবাদে আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা কলসি-বালতি-মগ-জলের ড্রাম নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় ।তারা হুমকী দিয়েছেন এর পরেও সাবমাসেবল যদি সারানো না হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে।

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...