Sunday 30 April 2023

১২ দিনের জেল, বাবার সঙ্গে দেখা হবে কি মেয়ের?

 গরু পাচার মামলায় ধৃত সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) ঠাঁই হতে চলছে তিহাড়ে (Tihar Jail)? দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত কন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পরই এই প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তিহাড়েই যেতে হচ্ছে সুকন্যাকে।
নির্দেশনামা সামনে আসতেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। আগে থেকেই এই জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)বুধবার বিকেলে পর সুকন্যাকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। রবিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুনানি ছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার। ভার্চুয়ালি শুনানি শেষে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গেছে, ইডি আর সুকন্যাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি।ইডি হেফাজতে থাকাকালীন ইডি অফিসারদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সুকন্যাকে। তদন্তকারীদের প্রশ্নে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। শুধু বলেছেন, 'আমি কিছু করিনি। ব্যবসা সংক্রান্ত কোনও নথি দিতে পারব না।'সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কাছে সুকন্যার আর্জি ছিল, বান্ধবীর সঙ্গে কথা বলতে দেওয়া হোক তাঁকে। শুধু তাই নয়, তিহাড়ে বাবার সঙ্গেও দেখা করতে চান 
 আবেদন না করলেও তিনি বলেন যে, জেলে বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক তাঁর মক্কেলকে। শুধু তাই নয়, বাবা অনুব্রত ও বান্ধবী সুতপা পালের সঙ্গে অন্তত ১০ মিনিট কথা বলতে দেওয়া হোক। বিচারক জানান, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...