Wednesday 3 May 2023

মোদীকে দিয়েছিলেন চিঠি! গঙ্গায় ভাঙনে বিধ্বস্ত এলাকা পায়ে হেঁটে পরিদর্শনে যাবেন মমতা

গঙ্গা ভাঙন বড় সমস্যা বাংলায়! ইতিমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এই অবস্থায় গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে গোটা এলাকা ঘুরে দেখবেন তিনি।

আর সেই মতো মুর্শিদাবাদের সামসেরগঞ্জে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার হেলিকপ্টারে করে সামসেরগঞ্জের ধূলিয়ানে যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। এরপর ভাঙন কবলিত এলাকা পায়ে হেটে পরিদর্শন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

গোটা এলাকা ঘুরে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সামসেরগঞ্জে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়েছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেখানে গিয়ে ভাঙন রুখতে রাজ্য সরকার নিজেই কাজ করবে বলে জানিয়ে এসেছিলেন তিনি।

যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয় সেচমন্ত্রীকে। কীভাবে টাকা আসবে? তা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান। এমনকি এই বিষয়ে মন্ত্রীরা বলেই খালাস বলে মন্তব্য করেন।

আর এই বিতর্কের মধ্যেই সামসেরগঞ্জে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন প্রশাসনিক প্রধান। যা খুবই তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামসেরগঞ্জ সফরের আগেই আজ বুধবার সামসেরগঞ্জের ধূলিয়ানে আসেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

সামসেরগঞ্জ ফিল্ড , গঙ্গা, লালপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মুনির খান, জঙ্গিপুরের এসপি ভি জি সতীশ পশুমার্থী, এসডিও শিনজন শেখর, এসডিপিও রাসপ্রীত সিং। পুলিশের আধিকারিকরা ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে কার্যত সেজে উঠেছে সামসেরগঞ্জ। তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা। অন্যদিকে শুক্রবার ফরাক্কা দিয়েই মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে দুই হেভিওয়েটের জেলা সফর ঘিরে তুঙ্গে রাজ্য-রাজনীতি।

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...