Wednesday 3 May 2023

আসছে ঘূর্ণিঝড়, অবশেষে জানিয়ে দিল আবহাওয়া দফতরও...

অবশেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, মের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণিঝড়। তবে তার গতিপথ সম্পর্কে এখনো কোনও নির্দিষ্ট কোনও ধারণা দিতে পারেনি তারা।
বুধবার এক সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৬ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে।
সেটি শক্তি সঞ্চয় করে ৭ মে লঘুচাপে পরিণত হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপের চেহারা নেবে লঘুচাপটি। ৯ মে মধ্য বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সঞ্জীববাবু বলেন, ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তার গতিপথ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি।

ওদিকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার অন্যতম জনপ্রিয় পদ্ধতি GFS অনুসারে ঝড়টির পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশ প্রবল। গত কয়েক দশকে মে মাসে বঙ্গোপসাগরে তৈরি একাধিক ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত করেছে। ২০২০ সালের ২০ মে সাগরদ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড় আমপান। যার জেরে লন্ডভন্ড হয়ে যায় গোটা দক্ষিণবঙ্গ। সেই ঝড়ের অভিঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি বহু এলাকা।


No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...