Friday 5 May 2023

শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যু! গ্রেফতার চালক, তৃণমূলের দোলারা পৌঁছলেন মৃতের বাড়িতে

   পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় (Suvendu Adhikari's convoy accident) মৃত যুবকের বাড়িতে গেল তৃণমূলের (TMC) প্রতিনিধি দল। শুক্রবার সকালেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ওই মৃতের বাড়িতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী-সহ তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা।
মৃতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। এদিকে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার পর শুক্রবার সকালেই গ্রেফতার করা হয় ঘাতক গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে। এদিকে মৃতের বাড়ি থেকে বেরিয়ে এসে চণ্ডীপুরে থেকে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ মিছিল। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে দোলা-সোহম ছাড়াও ওই মিছিলে সামিল হন বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ পূর্ব মেদিনীপুর জেলার দলীয় নেতাকর্মীরা। অবিলম্বে রাজ্যের বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি তোলেন তাঁরা। সবশেষে মৃতদেহে মাল্যদান করে কর্মসূচি শেষ করেন তৃণমূলের নেতানেত্রীরা। উল্লেখ্য, এই নিয়ে তৃণমূল শুরু থেকেই শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'পিষে মেরে দেওয়ার পর শুভেন্দু কনভয় থামিয়ে উদ্ধারের মানবিকতা দেখাননি। পালিয়ে গেছেন। আসানসোলেও একইভাবে পালিয়ে গেছিলেন। ফেরার আসামী শুভেন্দুর গ্রেফতার চাই।' শুধু তৃণমূলই না, স্থানীয়রাও একই কথা বলেছেন। তাঁদের বক্তব্য, শুভেন্দুর কনভয়ের প্রথম গাড়িটি শেখ ইসরাফিল নামের ওই যুবককে পিষে দিয়ে চলে যায়। একবার দাঁড়িয়ে দেখেনও নি কী ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম শেখ ইসরাফিল। প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই যুবক পেট্রল পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন। আচমকাই শুভেন্দুর কনভয় এসে পড়ে। এরপর কনভয়ে থাকা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় একপাশে ছিটকে পড়েন ইসরাফিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপরই শুক্রবার সকালে গ্রেফতার হয় ওই গাড়ির চালক। দিঘার রাস্তা অবরুদ্ধ, শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুতে ফুঁসছে চণ্ডীপুর

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...