Tuesday 30 May 2023

৭৮-এ নতুন ইনিংস শুরু, দ্বিতীয় বিয়ে করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ! পাত্রী কে?




দ্বিতীয় বিয়ে করলেন লক্ষণ শেঠ৷

হলদিয়া: কয়েক দিন ধরেই হলদিয়া জুড়ে কানাঘুষো খবর ছড়িয়ে পড়েছিল৷ কিন্তু অনেকেই এই খবরকে নিছক গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য সব ধোঁয়াশা কাটিয়ে লক্ষণ শেঠ নিজেই সুখবরটা দিলেন নিউজ ১৮ বাংলাকে৷ হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ এবং বর্তমান কংগ্রেস নেতা নিজেই জানিয়েছেন, কয়েকদিন আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি৷
লক্ষণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ ২০১৬ তাঁর প্রথম স্ত্রী এবং মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷ লক্ষণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে৷ লক্ষণ শেঠ জানিয়েছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রবল একাকিত্বে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷



যদিও এই মুহূর্তে নিজের দ্বিতীয় স্ত্রীর পরিচয় বা বিয়ের ছবি প্রকাশ করেননি লক্ষণ শেঠ৷ তবে প্রাক্তন সাংসদ জানিয়েছেন, কয়েকদিন আগেই এক বন্ধুর মাধ্যমে নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় হয় তাঁর৷ কয়েকদিনের আলাপেই বিয়ে করার সিদ্ধান্ত নেন দু জনে৷ লক্ষণ শেঠের দ্বিতীয় স্ত্রী কলকাতার একটি নামী পাঁচ তারা হোটেলে উচ্চ পদে কর্মরত বলেও জানা গিয়েছে৷

তমালিকা পণ্ডা শেঠের মৃত্যুর আগেই লক্ষণ শেঠকে বহিষ্কার করেছিল সিপিএম৷ লক্ষণকে বহিষ্কার করায় দল ছাড়েন তমালিকাও৷ তমালিকার মৃত্যুর পর তাঁর জন্মদিন পালন সহ স্ত্রীর মৃত্যুর স্মৃতিতে কবিতা সম্মেলন সহ নানা ধরনের অনুষ্ঠান পালন করেছেন লক্ষণ শেঠ৷ নিজে আলাদা রাজনৈতিক দলও তৈরি করেছিলেন৷ এর পর বিজেপি-তে যোগ দেন তিনি৷

তবে বিজেপি-তেও বেশি দিন থাকেননি লক্ষণ৷ যোগ দেন কংগ্রেসে৷ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন তিনি৷

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...