Tuesday 25 April 2023

‌ গোপন ব্যালটে পছন্দের বার্তায় পঞ্চায়েত ভোটে নয়া কৌশল নিয়ে জল্পনা

 প্রথম দিনেই জনসংযোগ যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই যে মূল উদ্দেশ্য তাঁর এই সফরের সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।


কোচবিহারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ব্যালট পেপার দেখিয়ে বলেছেন, আপনিই বেছে নেবেন প্রার্থী।

#nandigram24news


আগে থেকেই জল্পনা চলছিল পঞ্চায়েত ভোটের আগে বড় কোনও পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। দিদির দূত, দিদির রক্ষা কবচের পর এবার গোপন ব্যালট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহারের সভা থেকে বলেছেন, 'এই ব্যালট পেপার সকলকে দেওয়া হবে। সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর নাম জানানো যাবে। এটি গোপান ব্যালট। আপনার নাম বা কিছু থাকবে না। এটি পূরণ করে ব্যালট বক্সে ফেলে দিন। তারপর মানুষ যাঁকে মান্যতা দেবে, তৃণমূল তাঁকেই প্রার্থী করে জেতাবে। বাংলায় ৩৩৪৩টি পঞ্চায়েত রয়েছে। সব জায়গায় আমি যাব। মানুষের পঞ্চায়েত গড়ে ছাড়ব।'


যাঁরা ব্যালট বক্সে ভোট দিতে পারবেন না তঁদের জন্য টোল ফ্রি নম্বরও দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, যাঁরা ব্যালট বক্সে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে গ্রাম পঞ্চায়েতের নাম, বুথের নাম ও আসন নম্বর উল্লেখ করে পছন্দের প্রার্থীর নাম জানান। একশোটি ভোটের মধ্যে ৫১ জন মানুষ যে প্রার্থীকে চাইবেন তাঁকেই শাসক দল সেই এলাকার প্রার্থী করবে।


সেই সঙ্গে তিনি বলেছেন, 'মানুষ যাঁকে নিজের এলাকার প্রার্থী বলে চাইবেন দল সর্বশক্তি দিয়ে তাঁকে জিতিয়ে আনবে। মানুষই ঠিক করবে মানুষের প্রার্থী কে।' তিনি আরও বলেছেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের মে মাস পর্যন্ত ক্ষমতায় রয়েছে। তার আগেই আমরা রাস্তায় নেমে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ একজন বিধায়ক বা সাংসদ উন্নয়ন করতে চাইলেও পঞ্চায়েতে সঠিক প্রতিনিধি না থাকলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়।'


এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, মোদীজির ৫৬ ইঞ্চির ছাতি নয়, বালাকোটের নামে নয়, আপনার বাড়ির শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাকে ভোট দিতে হবে। গ্রামে যাতে রাস্তা হয় এবং একশো দিনের কাজের টাকার দাবি যাতে দিল্লির বুক থেকে আপনি ছিনিয়ে আনতে পারেন, সেই জন্য ভোট দিতে হবে। নিজের অধিকার বুঝে নিতে, নিজের প্রার্থীকে বেছে নিতে ভোট দিন'


By Nandigram 24 News 


source: oneindia.com

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...