Monday 8 May 2023

‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার


ধর্মীয় বিদ্বেষ ছড়ানোয় অভিযুক্ত ছবি ‘দ্য কেরালা স্টোরি’কে (The Kerala Story) নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় নিষিদ্ধ হচ্ছে বিজেপির প্রপাগান্ডা মূলক ওই ছবি। প্রশাসনিক সূত্রের খবর এদিন মুখ্যসচিব কে তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যের কোনও হলে কিংবা মাল্টিপ্লেক্সে ওই বিতর্কিত ছবি প্রদর্শিত হলে তা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। এ ব্যাপারে আইনি কোনও সমস্যা হলেও রাজ্য সরকার তার মোকাবিলা করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

‘দ্য কেরালা স্টোরি’কে (The Kerala Story) নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। একাধিক সংগঠন অভিযোগ করেছে, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতেই সুপরিকল্পিতভাবে বিকৃত তথ্য নিয়ে ওই ছবি তৈরি করেছেন পরিচালক। তবে উল্টো ছবি বিজেপি শিবিরে। ‘দ্য কেরালা স্টোরি’র পাশে যেমন দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেমনই মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোয় অভিযুক্ত ছবিটি যাতে বাণিজ্যিকভাবে সফল হয়, তার জন্য কর মুক্ত ঘোষণা করেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ।

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার কথা ঘোষণা করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বহু জায়গায় এই ছবির বিরোধিতার খবর এসেছে। রাজ্য কোনও ভেদাভেদ ছড়ানো যাবে না। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে নিষিদ্ধ করা হচ্ছে। কেননা, ছবিটি তৈরি হয়েছে একটি সম্প্রদায়কে নিশানা করে। সিনেমায় যে সব দৃশ্য রয়েছে তা রাজ্যে সাম্প্রদায়িক শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। কোন-কোন হলে ছবিটি দেখানো হচ্ছে তা খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছি। কিছু-কিছু হল রয়েছে যারা ছবিটি চালাচ্ছে। কিন্তু কোনও ঘৃণা ছড়াতে দেওয়া হবে না।’ একই সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বঙ্গ সিপিএমকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএমের বিরোধিতা করা উচিত ছিল। কিন্তু ওরা তো বিজেপির সঙ্গে কাজ করছে।’

No comments:

Post a Comment

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...