Sunday 11 June 2023

Nandigram: নন্দীগ্রামে যখন তৃণমূল ছিল না তখন আমাদের প্রয়োজন ছিল, কেন এমন আক্ষেপ শেখ সুফিয়ানের

 তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হবেন কারা তা ঠিক করবেন দলের কর্মীরাই। এনিয়ে প্রবল গোলমাল হয়েছে বিভিন্ন জায়গায়। তবে একেবারে তৃণমূল স্তরে না হলেও পঞ্চায়েত নির্বাচনের জন্য তৃণমূলের যে ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে নেই নন্দীগ্রামের দাপুটে নেতা শেখ সুফিয়ানের নাম।
এনিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা।
তৃণমূলের যে ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে সুফিয়ানের অনুগামীদেরও রাখা হয়নি। ওই কমিটিতে নাম নেই সুফিয়ান অনুগত প্রাক্তন ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাসেরও। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাপতি তথা নন্দীগ্রাম আন্দোলনের প্রসিডেন্ট শেখ সুফিয়ান। কমিটিতে তাঁকে না রাখা নিয়ে সুফিয়ান বলেন, নন্দীগ্রামে যখন তৃণমূল ছিল না তখন আমাদের প্রয়োজন ছিল। এই নন্দীগ্রামে যখন তৃণমূলের প্রদীপ নিভে গিয়েছিল তখন এই সুফিয়ান আন্দোলন করে তৃণমূল দলটাকে জাগ্রত করেছিলাম। 

গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়াই করেছিলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই ভোটে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। হাইভোল্টেজ সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে পারেননি সুফিয়ান। তবে নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ ছিলেন সুফিয়ান। এনিয়ে তিনি বলেন, নন্দীগ্রামে যখন ২০০৭ সালে ভূমি আন্দোলন হয় তখন আমাদের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি করেছিল দল। সেই নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়েই আজকের বাংলায় বদল এসেছিল। নতুন সরকারের আমলে ২০০৮ সালে পুর্ত কর্মাধক্ষ্য, ২০০১৩ ও ২০১৮ সালে দলের সহ-সভাপতির থাকার সুবাদে নন্দীগ্রামে ব্যাপক উন্নয়ন করেছি। নন্দীগ্রামের মানুষ তা জানে। দলের সেই জায়গাটা ধরে রেখেছি। কিন্তু বর্তমানে যারা দলচাকে নতুন করে নিয়ে আসবে ভাবছে তাদের নিয়ে এখনই কিছু বলছি না। আমার নাম কমিটিতে আছে কী নেই তা জানি না। দলের উপরতল বিষয়টি নিয়ে ভাববে। আমি দলের একজন সাধারণ সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী।

Saturday 10 June 2023

শুভেন্দু গড়ের বিজেপি নেতা চলে এলেন তৃণমূলে

 'এখন আদি বিজেপি(BJP) নেতাকর্মীদের কোনও সম্মান নেই, কাজ করার সুযোগ নেই, নব্য বিজেপি অর্থাত্‍ শুভেন্দুর(Suvendu Adhikari) অনুগামীদের রাজ চলছে। দলে আদিরা স্থান পাচ্ছেন না। কাজ করতে পারছেন না। দল থেকে আদিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।' এই সব বিস্ফোরক অভিযোগ তুলেই শুভেন্দুগড়ে দল ছাড়লেন দীর্ঘদিনের বিজেপি নেতা বিজন দাস(Bijan Das)।
যোগ দিলে তৃণমূলে(TMC)। আর তাঁর এই যোগদান, পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) মুখে নন্দীগ্রামের(Nandigram) বুকে বড়সড় ধাক্কা। কেননা বিজনবাবু সাধারন কোনও বিজেপি নেতা নন। তিনি নন্দীগ্রাম বিধানসভার তিনবারের বিজেপি প্রার্থী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দলীয় কমিটির সদস্য এবং সোনাচূড়া অঞ্চল নির্বাচনী কমিটির পর্যবেক্ষক। তাঁর এই জার্সি বদলের জেরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে সোনাচূড়ায় ধাক্কা খেতে চলেছে সে নিয়ে কোনও সন্দেহ নেই।

শুক্রবার বিজনবাবু তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। তাঁকে দলে যোগদান করান তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযুষ ভূঁইয়া। এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম -১ ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, যুব তৃণমূলের সভাপতি আসগর আলি সহ অন্যান্যরা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর বিজনবাবু সাংবাদিকদের জানান, 'মা মাটি মানুষের সরকার অর্থাত্‍ তৃণমূল সরকারের উন্নয়নের সঙ্গে থেকে এলাকার সাধারণ মানুষের উন্নয়নের কাজ করতেই যোগদান করেছি। কোনও চাপের মুখে নয়। নিজের ইচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। বিজেপি'র আসল রূপ মানুষ চিনে গিয়েছেন। এখন আমার মতো নেতাকর্মীরাও বুঝতে পারছেন। রাজ্যে যে একমাত্র তৃণমূলই থাকবে, সেটা সবাই বুঝতে পারছেন, তাই একে একে সবাই তৃণমূলের ছাতার তলায় আসবেন। পঞ্চায়েত নির্বাচনে জেলায় বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।'

Monday 5 June 2023

বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধা, অভিষেকপত্নী রুজিরাকে আটকাল অভিবাসন দপ্তর

 বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধার মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা। সূত্রের খবর, সোমবার সকালে দমদম বিমানবন্দর (Dumdum Airport)থেকে দুবাই যাওয়ার পথে তাঁকে আটকানো হয়। রুজিরার সঙ্গে ছিল তাঁদের দুই সন্তানও।
তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল বিমানবন্দরের অভিবাসন দপ্তরের বিরুদ্ধে। দলীয় সূত্রে খবর, এই ঘটনার পর আদালত অবমাননা নিয়ে ফের মামলা দায়ের করতে পারেন অভিষেক।

জানা যাচ্ছে, সোমবার সকালে ছেলেমেয়েদের নিয়ে দুবাইয়ের (Dubai) উদ্দেশে রওনা দিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে নবজোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় টানা ২ মাস জেলায় জেলায় ঘুরছেন। ফলে একাই সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা। কিন্তু অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাঁকে আটকে বলে অভিযোগ। বিদেশ যাওয়া যাবে না বলে জানানো হয় রুজিরাকে। যদিও এর আগে সুপ্রিম কোর্ট তাঁর বিদেশযাত্রায় কোনও বাধা নেই বলে জানিয়েছিল।



এদিকে, অভিবাসন দপ্তরের যুক্তি, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির লুকআউট নোটিস (Lookout Notice) রয়েছে। আবার দিল্লির আদালতেও একটি মামলা চলছে। সেই মামলায় এখনও জামিন নেননি রুজিরাদেবী। ফলে এই মুহূর্তে দেশের বাইরে তিনি যেতে পারবেন না। সেই কারণেই সোমবার তাঁকে আটকানো হয়েছে বলে জানান অভিবাসন দপ্তরের (Immigration Department) আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও ছাড় না পেয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা।

রুজিরাকে এভাবে আটকানো নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'এ বিষয়ে বিস্তারিত জানার পরই পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে একটা বিষয় স্পষ্ট। রাজনৈতিকভাবে না পেরে এখনও অন্যান্য নানাভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত মানুষজনকে হেনস্তা করা হচ্ছে। সেই দল রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া।' সূত্রের খবর, স্ত্রীকে বিমানবন্দরে আটকানো নিয়ে অভিষেক পালটা মামলা করতে পারেন।

দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
সন্তানদের নিয়ে তিনি দুবাই যাচ্ছিলেন, আটকালেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা।
তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি থাকায় দেশের বাইরে যাওয়ায় নিষেধ, বলছে অভিবাসন দপ্তর।

Friday 2 June 2023

বড়সড় দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্যুত বেশ কয়েকটি বগি

 ওড়িশার (Orissa) বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্য়ুত আপ করমণ্ডল এক্সপ্রেসের (Karmandal Express) একাধিক বগি। শোনা যাচ্ছে, প্যান্ট্রি কার ও স্লিপার কামরা লাইনচ্যুত (Derailed)হয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর।
তবে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে নামায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে। দুর্ঘটনা নিয়ে এখনও রেলের তরফে বিশেষ কিছু জানানো হয়নি। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ছেড়েছিল শালিমার স্টেশন থেকে। বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা (Collision) খায় এক্সপ্রেস ট্রেনটি। পরবর্তী সময়ে জানা গিয়েছে, মোট ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। 

তৃণমূল করার অপরাধে শুভেন্দুর বিধানসভায় নন্দীগ্রামের ভেকুটিয়ায় পানীয় জল বন্ধের প্রতিবাদে রাস্তায় ধরনা মহিলাদের

তাদের একমাত্র অপরাধ একুশের বিধানসভা  (Nandigram Assembly Election 2021 ) নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলেন। এ...